বাগধারাঃ চ

  • চিনির পুতুল: শ্রমকাতুরে
  • চোখ কপালে তোলা: বিস্মিত হওয়া
  • চুনকালি দেয়া: কলঙ্ক দেয়া
  • চিনির বলদ: নিষ্ফল পরিশ্রম / পরিশ্রম কাতর
  • চোখের মণি: অত্যন্ত প্রিয় বস্তু
  • চোরাবালি: অদৃশ্য বিপদাশঙ্কা
  • চোখের মাথা খাওয়া: না দেখতে পাওয়া
  • চোখের নেশা: রূপের মোহ
  • চশমখোর: সম্পূর্ণ বেহায়া / নির্লজ্জ
  • চোখ পাকানো: ক্রুদ্ধ হওয়া
  • চটকের মাংস: সামান্য জিনিস
  • চড়কগাছ: অত্যন্ত দীর্ঘকায়
  • চোখের চামড়া / পর্দা: চক্ষুলজ্জা
  • চাঁদ কপালে: ভাগ্যবান
  • চর্বিত চর্বণ: পুনরাবৃত্তি
  • চতুর্ভুজ হওয়া: উৎফুল্ল হওয়া
  • চোদ্দবুড়ি: প্রচুর
  • চড়ুই পাখির প্রাণ: ক্ষীণজীবী লোক
  • চোখ নাচা: শুভাশুভের লক্ষণ
  • চেটেনেটে: কমবয়সী বধূ
  • চুলের টিকি না দেখা যাওয়া: অদর্শন হওয়া
  • চাপান-উতোর: পারস্পরিক সন্দেহ
  • চোখের বালি: শত্রু / অপ্রিয় ব্যক্তি
  • চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন: নিঃসন্দেহ হওয়া
  • চক্ষের পুতলি: আদরের ধন
  • চাচা আপন প্রাণ বাঁচা: স্বার্থপর
  • চক্ষু চড়কগাছ: বিস্ময়ে চোখ বড় হওয়া
  • চাঁদের হাট: প্রিয়জনের সমাগম
  • চুনোপুঁটি: সামান্য লোক
  • চুল পাকানো: অভিজ্ঞতা সঞ্চয় করা
  • চক্ষুদান করা: চুরি করা
  • চোখে ধূলো দেওয়া: ঠকানো
  • চোরা রাত: চুরি করার পক্ষে প্রশস্ত
  • চিনে জোঁক: নাছোড়বান্দা
  • চকরা কানা: চোখ থেকেও কানা
  • চিচিং ফাঁক: গোপন রহস্যের প্রকাশ
  • চারা না থাকা: গতি না থাকা
  • চণ্ডালের রাগ: অত্যন্ত রাগ
  • চোখে সরষে ফুল দেখা: বিপদে দিশাহারা হওয়া
  • চোখে ঠুলি পরা: উপেক্ষা করা
  • চিত্রগুপ্তের খাতা: যে খাতায় সবকিছু পাওয়া যায়
  • চড় মেরে গড় করা: আগে অপমান করে শেষে সম্মান
  • চোখ বুজে থাকা: ভূমিকা না রাখা
Reference: