বাগধারা: উ

  • উঠে পড়ে লাগা: বিশেষভাবে চেষ্টা করা
  • উলুখাগড়া: গুরুত্বহীন লোক
  • উড়ো কথা: গুজব
  • উড়নচণ্ডী: অমিতব্যয়ী / উচ্ছৃঙ্খল
  • উড়ো চিঠি: বেনামি পত্র
  • উজানের কৈ: সহজলভ্য
  • উত্তম মধ্যম: প্রহার / পিটুনি / মারা
  • উনিশ-বিশ: সামান্য পার্থক্য
  • উভয় সংকট: শাখের করাত
  • উড়ে এসে জুড়ে বসা: অনধিকার চর্চা
  • উজলপাজল: উথাল-পাথাল
  • উকর-ধাকর: এলোপাথাড়ি
  • উপোসি ছারপোকা: অভাবগ্রস্থ লোক
  • উটকো লোক: অচেনা লোক
  • উড়নপেকে: অপব্যয়ী
  • উদোমাদা: অতি সরল ও বোকাসোকা
  • উঁচু কপালে: ভাগ্যবান
  • উসখুস করা: ছটফট করা
  • উস্তন খুস্তন করা: জ্বালাতন করা
  • উদোগেড়ে: আলসে
  • উজুবাট: সোজা রাস্তা
  • উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে: একের অপরাধে অপরকে দায়ী করা
  • উপরোধে ঢেঁকি গেলা: অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
  • উলু বনে মুক্তা ছড়ানো: অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান / সম্প্রদান করা

 

Reference: