অনুসর্গের প্রয়োগ

বিনা: তুমি বিনা (বিনে) আমার কে আছে? (কর্তৃকারকের সাথে)

বিনি: বিনি সুতায় গাঁথা মালা। (করণ কারকের সাথে)

বিহনে: উদ্যম বিহনে কার পুরে মনোরথ?

সহ: তিনি পুত্রসহ উপস্থিত হলেন। (সহগামিতা অর্থে)

সহিত: শত্রুর সহিত সন্ধি চাই না। (সমসূত্রে অর্থে)

সনে: 'দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে।' (বিরুদ্ধগামিতা অর্থে)

সঙ্গে: মায়ের সঙ্গে এ মেয়ের তুলনা হয় না। (তুলনায়)

অবধি: সন্ধ্যা অবধি অপেক্ষা করব। (পর্যন্ত অর্থে)

পরে: এ ঘটনার পরে আর এখানে থাকা চলে না। (স্বল্প বিরতি অর্থে)

পর: শরতের পরে আসে বসন্ত। (দীর্ঘ বিরতি অর্থে)

পানে: ঐ তো ঘর পানে ছুটেছেন। (প্রতি/দিকে অর্থে) 'শুধু তোমার পানে চাহি বাহির হনু।'

পক্ষে: রাজার পক্ষে সব কিছু সম্ভব। (সক্ষমতা অর্থে) আসামির পক্ষে উকিল কে? (সহায় অর্থে)

মতে: বেকুবের মত কাজ করো না। (ন্যায় অর্থে)

তরে: এ জন্মের তরে বিদায় নিলাম। (মতো অর্থে)

মাঝে: 'সীমার মাঝে অসীম তুমি'। (মধ্যে অর্থে) এ দেশের মাঝে এক দিন সব ছিল। (একদেশিক অর্থে) নিমেষ মাঝেই সব শেষ। (ক্ষণকাল অর্থে)

প্রতি: মণপ্রতি পাঁচ টাকা লাভ দেব। (প্রত্যেক অর্থে)

Reference: অগ্রদূত বাংলা