কারক ৬ প্রকার। যথা:
(৯ম-১০ম শ্রেণির ব্যাকরণের নতুন সিলেবাসে 'সম্প্রদান কারক' বাদ দিয়ে এর স্থলে 'সম্বন্ধ কারক' প্রতিস্থাপন করা হয়েছে)।
উদাহরণ: বেগম সাহেবা প্রতিদিন ভাঁড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। এ বাক্যটিতে ৬টি কারকের প্রত্যেকটির সম্পর্কই বিদ্যমান রয়েছে।
মনে করি, একটি কাজ (ক্রিয়া) 'দেওয়া'। 'দেওয়া' বিষয়ে একটি বাক্য গঠন করা প্রয়োজন। তাহলে একে একে ওপরের বাক্যটিতে ক্রিয়ার ওপর নিচের প্রশ্নগুলো আরোপ করে বাক্যটি সাজাই।