অসমাপিকা ক্রিয়া

যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না অর্থাৎ বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাই অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন:

  • প্রভাতে সূর্য উঠলে... (অন্ধকার দূর হয়)। 
  • আমরা হাত-মুখ ধুয়ে... (পড়তে বসলাম)। 
  • ভালো করে পড়াশোনা করলে... (ভালো ফল হবে)।

এখানে ‘উঠলে’, ‘ধুয়ে’ ও ‘করলে’ অসমাপিকা ক্রিয়া।

Reference: অগ্রদূত বাংলা