| অব্যয় (অব্যয়) | যে অর্থ প্রকাশ করে (যে অর্থ প্রকাশ করে) | উদাহরণ (উদাহরণ) |
| আর | পুনরাবৃত্তি অর্থে (পুনরাবৃত্তি অর্থে) | ও দিকে আর যাব না। (ও দিকে আর যাব না।) |
| নির্দেশ অর্থে (নির্দেশ অর্থে) | বল, আর কি চাও? (বল, আর কি চাও?) |
| নিরাশায় (নিরাশায়) | সে দিন কি আর আসবে? (সে দিন কি আর আসবে?) |
| বাক্যালংকারে (বাক্যালংকারে) | আর কি বাজবে বাঁশী? (আর কি বাজবে বাঁশী?) |
| ও | সংযোগ অর্থে (সংযোগ অর্থে) | করিম ও রহিম দুই ভাই। (করিম ও রহিম দুই ভাই।) |
| সম্ভাবনায় (সম্ভাবনায়) | আজ বৃষ্টি হতেও পারে। (আজ বৃষ্টি হতেও পারে।) |
| তুলনায় (তুলনায়) | ওকে বলাও যা, না বলাও তা। (ওকে বলাও যা, না বলাও তা।) |
| স্বীকৃতি আপনে (স্বীকৃতি আপনে) | খেতে যাবে? গেলেও হয়। (খেতে যাবে? গেলেও হয়।) |
| হতাশা জ্ঞাপনে (হতাশা জ্ঞাপনে) | এত চেষ্টাতেও হলো না।। (এত চেষ্টাতেও হলো না।।) |
| না | নিষেধ অর্থে (নিষেধ অর্থে) | এখন যেও না। (এখন যেও না।) |
| বিকল্প প্রকাশে (বিকল্প প্রকাশে) | তিনি যাবেন, না হয় আমি যাব। (তিনি যাবেন, না হয় আমি যাব।) |
| আদর/অনুরোধ (আদর/অনুরোধ) | আর একটা মিষ্টি খাও না খোকা। (আর একটা মিষ্টি খাও না খোকা।) |
| সম্ভাবনায় (সম্ভাবনায়) | তিনি না কি ঢাকায় যাবেন। (তিনি না কি ঢাকায় যাবেন।) |
| বিস্ময়ে (বিস্ময়ে) | কী করেই না দিন কাটাচ্ছ। (কী করেই না দিন কাটাচ্ছ।) |
| তুলনায় (তুলনায়) | ছেলে তো না, যেন একটা হিটলার। (ছেলে তো না, যেন একটা হিটলার।) |
| | উপমায় (উপমায়) | মুখ যেন পদ্মফুল। (মুখ যেন পদ্মফুল।) |
| যেন | প্রার্থনায় (প্রার্থনায়) | খোদা যেন তোমার মঙ্গল করেন। (খোদা যেন তোমার মঙ্গল করেন।) |
| তুলনায় (তুলনায়) | ইস, ঠাণ্ডা যেন বরফ। (ইস, ঠাণ্ডা যেন বরফ।) |
| অনুমানে (অনুমানে) | লোকটা যেন আমার পরিচিত মনে হলো। (লোকটা যেন আমার পরিচিত মনে হলো।) |
| সতর্কীকরণে (সতর্কীকরণে) | সাবধানে চল, যেন পা পিছলে না পড়।। (সাবধানে চল, যেন পা পিছলে না পড়।।) |
| ব্যঙ্গ প্রকাশে (ব্যঙ্গ প্রকাশে) | ছেলে তো নয় যেন ননীর পুতুল। (ছেলে তো নয় যেন ননীর পুতুল।) |
| কি/কী | জিজ্ঞাসায় (জিজ্ঞাসায়) | তুমি কি বাড়ি যাচ্ছ? (তুমি কি বাড়ি যাচ্ছ?) |
| বিরক্তি প্রকাশে (বিরক্তি প্রকাশে) | কী বিপদ, লোকটা যে পিছু ছাড়ে না। (কী বিপদ, লোকটা যে পিছু ছাড়ে না।) |
| সাকুল্য অর্থে (সাকুল্য অর্থে) | কি আমীর কি ফকির, একদিন সকলকেই যেতে হবে। (কি আমীর কি ফকির, একদিন সকলকেই যেতে হবে।) |
| বিড়ম্বনা প্রকাশে (বিড়ম্বনা প্রকাশে) | তোমাকে নিয়ে কী মুশকিলেই না পড়লাম। (তোমাকে নিয়ে কী মুশকিলেই না পড়লাম।) |