বিভিন্ন প্রকার সর্বনাম

৯ম-১০ম শ্রেণির ব্যাকরণের পুরাতন সিলেবাস অনুসারে বিভিন্ন প্রকার সর্বনামের তালিকা প্রদান করা হলো:

ব্যক্তিবাচক বা পুরুষবাচকআমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা।
আত্মবাচকস্বয়ং, নিজে, খোদ, আপনি।
সামীপ্যবাচকএ, এই, এরা, ইহারা, ইনি।
দূরত্ববাচকঐ, ঐসব।
সাকল্যবাচকসব, সবাই, সকল, সমস্ত, সমুদয়, তাবৎ।
প্রশ্নবাচককে, কি, কী, কার, কোন, কাহার, কিসে?
ব্যতিহারিকআপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর।
সংযোগজ্ঞাপকযে, যিনি, যারা, যাঁরা, যাহারা।
অনাদিবাচকঅন্য, অপর, পর।
Reference: অগ্রদূত বাংলা