ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তি নামের পরিবর্তে বসে। এই সর্বনাম তিন ধরনের। যথা:
- বক্তা পক্ষের সর্বনাম: আমি, আমরা, আমাকে, আমাদের।
- শ্রোতা পক্ষের সর্বনাম: তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা, তোমাকে, তোকে, আপনাকে ইত্যাদি।
- অন্যপক্ষের সর্বনাম: সে, তারা, তিনি, তাঁরা, এ, এরা, ওর, ওদের ইত্যাদি।
শ্রোতাপক্ষ ও অন্যপক্ষের সর্বনামকে মর্যাদা অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়। যথা:
- সাধারণ সর্বনাম (তুমি, সে),
- মানী সর্বনাম (আপনি, তিনি, ইনি, উনি) ও
- ঘনিষ্ঠ সর্বনাম (তুই, এ, ও)।