যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে। যেমন:
নাম বিশেষণকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যথা:
| বিশেষণের প্রকার | উদাহরণ |
| রূপবাচক | নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ |
| গুণবাচক | চৌকস্ লোক, ঠাণ্ডা হাওয়া, দক্ষ কারিগর |
| অবস্থাবাচক | তাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা |
| সংখ্যাবাচক | হাজার লোক, শ'টাকা, দশ দশা |
| ক্রমবাচক | দশম শ্রেণি, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা |
| পরিমাণবাচক | পাঁচ শতাংশ, এক কেজি চাল, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, দু কিলোমিটার রাস্তা |
| অংশবাচক | অর্ধেক সম্পত্তি, সিকি পথ, ষোল আনা দখল |
| উপাদানবাচক | বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি |
| প্রশ্নবাচক | কত দূর পথ? কেমন অবস্থা? |
| নির্দিষ্টতাজ্ঞাপক | এই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ |