বিশেষ্য পদ

কোনো কিছুর নামকেই বিশেষ্য পদ বলে। বাক্য মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, ধারণা, কর্ম বা গুণের নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে। যেমন: নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি।

বিশেষ্য পদ ছয় প্রকার। যথা:

  • সংজ্ঞা (নাম) বাচক বিশেষ্য
  • জাতিবাচক বিশেষ্য
  • বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য
  • সমষ্টিবাচক বিশেষ্য
  • ভাববাচক বিশেষ্য (ক্রিয়া বিশেষ্য)
  • গুণবাচক বিশেষ্য
Reference: অগ্রদূত বাংলা