| শব্দ শ্রেণী | অনুপাত (%) | |
| বাংলা | তৎসম শব্দ | ২৫% |
| অর্ধ-তৎসম শব্দ | ৫% | |
| তদ্ভব শব্দ | ৬০% | |
| দেশি শব্দ | ০২% | |
| বিদেশি শব্দ | ০৮% | |
| সর্বমোট | ১০০% |
৯ম-১০ম শ্রেণির ব্যাকরণের নতুন সিলেবাস অনুসারে, উৎস বিচারে বাংলা শব্দভাণ্ডারকে চার ভাগে ভাগ করা যায়। যথা: তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণিকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণিকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়।