অন্যান্য বিদেশি শব্দ

 

ভাষার নামবাংলায় ব্যবহৃত শব্দ
হিন্দিভাই, বোন, মামা, মামি, চাচা, চাচি, দাদা, দাদি, ফুফা (মা - তদ্ভব, বাবা - তুর্কি, খালা - আরবি), পানি, চানাচুর, পানি, ধোলাই, লাগাতার, সমঝোতা, হালুয়া
পর্তুগিজআনারস, আলপিন, আচার, আলকাতরা, আলমারি, আয়া, ইংরেজ, ইস্পাত, ইস্তিরি (ইস্ত্রি), কেদারা, কামরা, কাজু, কপি, গির্জা, গুদাম, গরাদ, গামলা, চাবি, জানালা, তোয়ালে, নিলাম, পেয়ারা, পাউরুটি, পেঁপে, পাদ্রি, পেরেক, পিরিচি, ফিতা, বালতি, বোতাম, বোতল, বোমা, বেহালা, মাস্তুল, মিস্ত্রি, যিশু, সাবান, সাগু ইত্যাদি
ফরাসিআঁতেল, আঁতাত, ওলন্দাজ, কার্তুজ, কুপন, ক্যাফে, গ্যারেজ, ডিপো, ফরাসি, রেস্তোরা, রেনেসাঁ, বুর্জোয়া ইত্যাদি
তুর্কিআলখাল্লা, উজবুক, উর্দু, কাঁচি, কাবু, কুলি, কুর্নিশ, কোর্মা, খোকা, চাকু, চোগা, চকমক, চাকর, দারোগা, তোপ, বন্দুক, বাবা, বাবুর্চি, বাহাদুর, বেগম, মুচলেকা, লাশ, মোগল, সওগাত ইত্যাদি। ['বেগম' শব্দটি 'বাংলা একাডেমি বানান অভিধান' মতে, তুর্কি এবং ৯ম-১০ম শ্রেণির পুরাতন ব্যাকরণ মতে, ফারসি।]
ওলন্দাজ/ডাচইস্কাপন, টেককা, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি
পাঞ্জাবিচাহিদা, শিখ ইত্যাদি
চীনাএলাচি, চা, চিনি, লিচু, সাম্পান ইত্যাদি
মায়ানমার/বর্মিফুঙ্গি, লুঙ্গি ইত্যাদি
জাপানিক্যারাটে, রিক্সা, প্যাগোডা, সুনামি, হারিকিরি
ইতালিয়ানফ্যাসিস্ট, মাফিয়া, ম্যাজেন্টা, সনেট ইত্যাদি
গ্রিকদাম, ইউনানি ইত্যাদি
গুজরাটিখদ্দর, জয়ন্তি, হরতাল ইত্যাদি
মেক্সিকানচকলেট
অস্ট্রেলিয়ানক্যাঙ্গারু, বুমেরাং
Reference: অগ্রদূত বাংলা