বিভাগ | ফারসি/পারসি শব্দ |
ধর্মসংক্রান্ত শব্দ | খোদা, গুনাহ, দোজখ, নামায, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোযা, হাদিস ইত্যাদি। |
প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ | কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, মেথর, রসদ ইত্যাদি। |
বিবিধ শব্দ | হাঙ্গামা, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, বারান্দা, ফিরিঙ্গি ইত্যাদি। |