রূঢ়ি শব্দ: যে শব্দ সন্ধি, প্রত্যয় ও উপসর্গযোগে মূল শব্দের অনুগামী না হয়ে, অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে। যেমন:
শব্দ | অর্থ |
হস্তী = হস্ত+ইন | হস্ত আছে যার। কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়। |
গবেষণা = গো+এষণা | শব্দটি অর্থ- গরু খোঁজা। গভীরতম অর্থ- ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা |