যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক শব্দের সমাস, প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়। যেমন: পরিচালক, সম্পাদকীয়।
নীলাকাশ (নীল যে আকাশ)
চলন্ত (চল+অন্ত)
চাঁদমুখ (চাঁদের মতো মুখ)
সাধিত শব্দ গঠনের প্রক্রিয়া/ বাংলা ভাষায় শব্দ গঠনের প্রক্রিয়াঃ