গুরুত্বপূর্ণ সংস্কৃত তদ্ধিত প্রত্যয়

ইত-প্রত্যয় (উপকরণজাত বিশেষণ গঠনে)

  • কুসুম + ইত = কুসুমিত
  • তরঙ্গ + ইত = তরঙ্গিত
  • কণ্টক + ইত = কণ্টকিত
  • নিদ্রা + ইত = নিদ্রিত
  • পুষ্প + ইত = পুষ্পিত
  • পল্লব + ইত = পল্লবিত

ইমন (ইমা)-প্রত্যয় (বিশেষ্য গঠনে)

  • নীল + ইমন/ইমা = নীলিমা
  • মহৎ + ইমন = মহিমা
  • দীর্ঘ + ইমন = দ্রাঘিমা
  • শুরু + ইমা = গরিমা

ইল-প্রত্যয় (উপকরণজাত বিশেষণ গঠনে)

  • পঙ্ক + ইল = পঙ্কিল
  • ফেন + ইল = ফেনিল
  • উর্মি + ইল = ঊর্মিল
  • জটা + ইল = জটিল

ইষ্ঠ-প্রত্যয় (অতিশায়নে)

  • গুরু + ইষ্ঠ = গরিষ্ঠ
  • লঘু + ইষ্ঠ = লঘিষ্ঠ

ইন (ঈ) প্রত্যয় (সাধারণ বিশেষণ গঠনে)

  • জ্ঞান + ইন্ = জ্ঞানিন
  • সুখ + ইন্ = সুখিন
  • গুণ + ইন্ = গুণিন
  • মান + ইন্ = মানিন

বিশেষ দ্রষ্টব্য:

  • সমাসে ইন প্রত্যয়ান্ত শব্দের পর তৎসম শব্দ থাকলে ইন প্রত্যয়ান্ত শব্দের ন লোপ পায়। যেমন- জ্ঞানিগণ, গুণিগণ, সুধিগণ, মানিজন ইত্যাদি।
  • কিন্তু জ্ঞানীরা, গুণীরা এই রূপও প্রচলিত আছে।
Reference: অগ্রদূত বাংলা