বিদেশি তদ্ধিত প্রত্যয়

ওয়ালা > আলা (হিন্দি)

  • মালিক অর্থে: বাড়ি + ওয়ালা = বাড়িওয়ালা
  • বৃত্তি অর্থে: দুধ + ওয়ালা = দুধওয়ালা
  • অধিবাসী অর্থে: দিল্লি + ওয়ালা = দিল্লিওয়ালা
  • বৃত্তি অর্থে: মাছ + ওয়ালা = মাছওয়ালা

ওয়ান > আন (হিন্দি)

  • গাড়ি + ওয়ান/আন = গাড়োয়ান
  • দার + ওয়ান = দারোয়ান

আনা > আনি  (হিন্দি)

  • মুনশি + আনা = মুনশিয়ানা
  • বিবি + আনা = বিবিয়ানা
  • হিন্দু + আনি = হিন্দুয়ানি
  • বাবু + আনা = বাবুয়ানা

পনা  (হিন্দি)

  • ছেলে + পনা = ছেলেপনা
  • গিন্নি + পনা = গিন্নিপনা
  • বেহায়া + পনা = বেহায়াপনা

সা > সে  (হিন্দি)

  • পানি - পানসা > পানসে
  • এক - একসা > একসে
  • কাল - কালসা > কালসে

গর > কর  (ফারসি)

  • কারি + গর = কারিগর
  • বাজি + কর = বাজিকর
  • সওদা + গর = সওদাগর

দার  (ফারসি)

  • তাঁবে + দার = তাঁবেদার
  • খবর + দার = খবরদার
  • বুটি + দার = বুটিদার
  • দেনা + দার = দেনাদার
  • পাহারা + দার = পাহারাদার
  • চৌকিদার = চৌকিদার

বাজ  (দক্ষ অর্থে - ফারসি)

  • কলম + বাজ = কলমবাজ
  • ধড়ি + বাজ = ধড়িবাজ
  • ধোঁকা + বাজ = ধোঁকাবাজ
  • গলা + বাজ + ই = গলাবাজি

বন্দি (বন্দ-ফারসি)

  • জবাদ+বন্দি = জবানবন্দি 
  • সারি+বন্দি = সারিবন্দি 
  • নজর + বন্দি = নজরবন্দি 
  • কোমর+বন্দ = কোমরবন্দ

খানা (ফারসি) স্থান বা দোকান অর্থে বিশেষ্য

  • ছাপা+খানা = ছাপাখানা 
  • চিড়িয়া+খানা = চিড়িয়াখানা 
  • বৈঠকখানা = বৈঠকখানা

সই (মতো অর্থে)

  • জুত+সই = জুতসই 
  • চলন+সই = চলনসই 
  • টেক+সই = টেকসই 
  • মানানসই = মানানসই

✓ টিপসই ও নামসই শব্দ দুটোর 'সই' শব্দটি প্রত্যয় নয়। এটি 'সহি' (স্বাক্ষর) শব্দ থেকে উৎপন্ন।

খোর (আসক্ত অর্থে বিশেষণ গঠনে)

  • গাঁজা+খোর = গাঁজাখোর 
  • নেশা+খোর = নেশাখোর 
  • ঘুষ+খোর = ঘুষখোর 
  • আফিম+খোর = আফিমখোর

গিরি (জীবিকা বা হাবভাব অর্থে বিশেষ্য গঠনে)

  • বাবু+গিরি = বাবুগিরি 
  • সাধু+গিরি = সাধুগিরি 
  • নেতা+গিরি = নেতাগিরি

চা > চি (ফারসি)

  • বাগ+চা = বাগিচা 
  • নল+চা = নলিচা 
  • ডেগ+চি = ডেগচি 
  • তবল+চি = তবলচি

চী > চি (তুর্কি)

  • মশাল+চি = মশালচি, খাজাঞ্চি, ধুনুচি, বাবুর্চি

তর (তরো)- ফারসি

  • এমন+তর = এমনতর 
  • এমন+তরো = এমনতরো

দান > দানি (আধার অর্থে বিশেষ্য গঠনে)

  • ফুল+দান = ফুলদান 
  • কলম+দানি = কলমদানি 
  • আতর+দানি = আতরদানি

নবিশ (অভিজ্ঞ বা প্রশিক্ষণার্থী অর্থে বিশেষণ গঠনে)

  • নকল+নবিশ = নকলনবিশ 
  • শিক্ষানবিশ = শিক্ষানবিশ 
  • হিসাব+নবিশ = হিসাবনবিশ
Reference: অগ্রদূত বাংলা