প্রত্যয় | উদাহরণ |
বর-প্রত্যয় | √ঈশ + বর = ঈশ্বর |
√ভাস্ + বর = ভাস্বর | |
√স্থা + বর = স্থাবর | |
র-প্রত্যয় | √হিন্ + স + র = হিংস্র |
√নম্ + র = নম্র | |
উক/উক-প্রত্যয় | √ভূ + উক = ভাবুক |
√জাগ্ + উক (√জাগর্ + উক) = জাগরূক | |
শানচ্-প্রত্যয় ('শ' ও 'চ' ঈৎ, 'আন' বিকল্পে 'মান' থাকে) | √চল্ + শানচ্ = চলমান |
√দীপ্ + শানচ্ = দীপ্যমান | |
√বুধ্ + শানচ্/মান = বর্ধমান | |
ঘঞ-প্রত্যয় (কৃদন্ত বিশেষ্য গঠনে, ঘ এবং ঞঃ ইং, 'অ' থাকে) | √বিস্ + ঘঞ্ = বাস |
√যুজ্ + ঘঞ্ = যোগ | |
√ক্রুিধ্ + ঘঞ্ = ক্রোধ | |
√খুদ্ + ঘঞ্ = খেদ | |
√ভিদ্ + ঘঞ্ = ভেদ | |
বিশেষ নিয়ম | √ত্যজ্ + ঘঞ = ত্যাগ |
√পিচ্ + ঘঞ = পাক | |
√শুচ্ + ঘঞ = শোক | |
√নন্দি + অন = নন্দন। এখানে আ যোগে 'নন্দনা' হয় না। |