সংস্কৃত কৃৎ প্রত্যয়

অনট্-প্রত্যয়:

  • 'ট্ ইৎ (বিলুপ্ত) হয়ে 'অন' থাকে।
  • এই প্রত্যয়ের যোগ হলে কিছু প্রকৃতির শেষ বর্ণের পরিবর্তন হয়।
  • এই প্রত্যয় যোগ হলে আদি স্বরের গুণ হয়। যেমন- √ধৃ+অনট = ধরন, √নী+অনট্  = নী+অন > নে+অন = নয়ন

ক্ত (ত) প্রত্যয়:  এ প্রত্যয়ে 'ক' প্রত্যয় যোগ হলে কিছু প্রকৃতির ইৎ 'ত' যোগ হয়। এই বর্ণের পরিবর্তন হয়।

  • √মন+ক্ত = মত 
  • √গম+ক্ত = গত  
  • √হন্+ক্ত = হত
  • √খ্যা+ক্ত = খ্যাত
  • √জ্ঞা+ক্ত (জ্ঞা+ত) = জ্ঞাত
Reference: অগ্রদূত বাংলা