১. শূন্য (০) প্রত্যয়: কোনো প্রকার প্রত্যয় চিহ্ন ব্যতিরেকেই কিছু ক্রিয়া-প্রকৃতি বিশেষ্য ও বিশেষণ পদ রূপে বাক্যে ব্যবহৃত হয়। এরূপ স্থলে শূন্য (০) প্রত্যয় ধরা হয়। যেমন- গ্রামে খুব ধর্ পাকড় চলছে। এ মোকাদ্দমায় তোমার জিত হবে না, হার-ই হবে।
২. অ-প্রত্যয়: কেবল ভাববাচ্যে অ-প্রত্যয় যুক্ত হয়। যেমন:
√ধর্+অ= ধর, √মার+অ= মার
→ বাংলায় অ-প্রত্যয় সর্বত্র উচ্চারিত হয় না। যেমন-
√হার+অ = হার, √জিত+অ = জিত
→ কোনো সময় অ-প্রত্যয়যুক্ত কৃদন্ত শব্দের দ্বিত্ব প্রয়োগ হয়। যেমন- √কাঁদ+অ= কাঁদকাঁদ (চেহারা)।
→ কখনো কখনো দ্বিত্বপ্রাপ্ত কৃদন্ত পদে উ-প্রত্যয় হয়। যেমন: √ডুব+উ = ডুবুডুবু
৩. অনু- প্রত্যয়: ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে 'অন' প্রত্যয়ের ব্যবহার হয়। যেমন- √কাঁদ্+অন = কাঁদন।