বিদেশাগত ধাতু: প্রধানত হিন্দি এবং কৃচিৎ আরবি-ফারসি ভাষা থেকে যেসব ধাতু বা ক্রিয়ামূল বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেগুলোকে বিদেশাগত ধাতু বা ক্রিয়ামূল বলে। যেমন- ভিক্ষে মেগে খায়। এ বাক্যে ‘মার্গ’ ধাতু হিন্দি ‘মাঙ’ থেকে আগত।
| ধাতু | যে অর্থে ব্যবহৃত হয় |
| √আঁট | শক্ত করে বাঁধা |
| √চেঁচ | চিৎকার করা |
| √টুট | ছিন্ন হওয়া |
| √ঠেল | ঠেলা |
| √ডাক | আহ্বান করা |