যৌগিক বা সংযোগমূলক ধাতু

যৌগিক বা সংযোগমূলক ধাতু: বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সাথে কর, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতু সংযুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয়, তাই যৌগিক বা সংযোগমূলক ধাতু। 

যেমন: যোগ (বিশেষ্য) + কর (ধাতু)= যোগ কর (সংযোগমূলক ধাতু)। তিনের সাথে পাঁচ যোগ কর। এখন সাবধান হও, নতুবা আখের খারাপ হবে।

Reference: অগ্রদূত বাংলা