সাধিত ধাতু

মৌলিক ধাতু কিংবা কোনো কোনো নাম-শব্দের সাথে ‘আ’ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়, তাকে সাধিত ধাতু বলে। 

যেমন- দেখ+আ= দেখা, পড়+আ= পড়া, বল+আ= বলা, শোনায়, দেখায়, বসায় ইত্যাদি।

গঠনরীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু তিন প্রকার। যথা:

  • নাম ধাতু
  • প্রযোজক ধাতু
  • কর্মবাচ্যের ধাতু

 

Reference: অগ্রদূত বাংলা