উক্তি হলো কোনো কথকের বাককর্মের নাম। অর্থাৎ, বক্তার কথা উপস্থাপনের ধরণকে উক্তি বলে।
উক্তি দুই প্রকার:
প্রত্যক্ষ উক্তি: যে বাক্যে বক্তার কথা অবিকল উদ্ধৃত হয়, তাকে প্রত্যক্ষ উক্তি বলে। যেমন: তিনি বললেন, "বইটা আমার দরকার।"
পরোক্ষ উক্তি: যে বাক্যে বক্তার উক্তি অন্যের জবানীতে রূপান্তরিত ভাবে প্রকাশিত হয়, তাকে পরোক্ষ উক্তি বলা হয়।