প্রবাদ - প্রবচন

প্রবাদ-প্রবচন

লোক সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ প্রবাদ-প্রবচন। 'প্রবাদ' ও 'প্রবচন' মূলত একই অর্থ বহন করে। প্রবাদ হচ্ছে পরম্পরাগত বাক্য, জনশ্রুতি এবং 'প্রবচন' হচ্ছে প্রকৃষ্ট বচন, অর্থাৎ বহু প্রচলিত উক্তি। মানুষের দীর্ঘদিনের আচরণ পর্যবেক্ষণ করে ঐ সমাজের কোনো সৃষ্টিশীল ব্যক্তি যে চৌকস অভিব্যক্তি বাণীবদ্ধ করে, তাই কালে কালে প্রবাদে পরিণত হয়। যেমন: অতি চালাকের গলায় দড়ি, কয়লা খুলে ময়লা যায় না ইত্যাদি।

প্রবাদের বৈশিষ্ট্য:

  • প্রবাদে জাতির দীর্ঘ অভিজ্ঞতা, পরিণত বুদ্ধি এবং লোকমনে প্রচলিত সত্য কথন প্রকাশিত হয়।
  • প্রবাদের অবয়ব হলো একটি সংক্ষিপ্ত বাক্য।
  • উপমা, বক্রোক্তি, বিরোধাভাস প্রভৃতি অলংকারযোগে তা গঠিত হয়।

প্রবাদের শ্রেণিবিভাগ: অর্থ বৈশিষ্ট্যের দিক থেকে প্রবাদকে নানাভাবে ভাগ করা যায়। যেমন-

  • সাধারণ অভিজ্ঞতাবাচক : চোর পালালে বুদ্ধি বাড়ে। 
  • নীতিকথামূলক : ধর্মের কল বাতাসে নড়ে। 
  • ইতিকথামূলক : ধান ভানতে শিবের গীত। 
  • মানবচরিত্র সমালোচনামূলক : গাঁয়ে মানে না আপনি মোড়ল। 
  • সামাজিক রীতিনীতিজ্ঞাপক : মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
  • প্রসিদ্ধ ঘটনামূলক : লাগে টাকা দেবে গৌরী সেন।
Reference: অগ্রদূত বাংলা