প্রায় সমোচ্চারিত শব্দ / শব্দজোড়

বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। যেমন: অকুল (নীচ বংশ), অক্ল (তীরহীন)।

 

মূলশব্দপ্রতিশব্দ
অংশভাগ
অংসকাঁধ বা স্কন্ধ
অসুরদানব/দৈত্য
অনূরযে বীর নয়
অন্তঃমৃত্যু
অন্ত্যশেষ
অনুসৃতিঅনুসরণ
অনুস্মৃতিস্মৃতিচারণ
অন্নপুষ্টখাদ্যপুষ্ট
অন্যপুষ্টকোকিল
অবদানমহৎ কার্য
অবধানমনোনিবেশ
অভিসম্মুখ/সমীপে
অভীভয়হীন
অসারবাজে
অসাড়সাড়হীন
অন্যঅপর
অন্নভাত
অর্থমূল্য
অর্ঘ্যপূজার উপকরণ
অনিলবাতাস
অনীলযা নীল নয়
অটনিধনুকের অগ্রভাগ
অটবিঅরণ্য
অনিষ্টঅপকার
অনিষ্টনিষ্ঠাহীন
অণুক্ষুদ্রতম অংশ
অনুপশ্চাৎ
অনুপউপমাহীন
অনূপজলা, বিল
অনুবাদভাষান্তর
অনুবাতবায়ুর অনুকূল
অলিককপাল
অলীকমিথ্যা
অবদ্যনিন্দনীয়
অবধ্যবধের অযোগ্য
অশ্বঘোড়া
অশ্মপাথর
অর্তিপীড়া
অর্থীইচ্ছুক
অশীতিআশি, ৮০
অসিতকৃষ্ণবর্ণ
অশনভোজন
অসনত্যাগকরণ
অশীলতাঅভদ্রতা
অসিলতাতরবারি
Reference: অগ্রদূত বাংলা