তদ্ধিত প্রত্যয়

নাম বা শব্দের সাথে বা শেষে যেসব প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয় তাদের তদ্ধিত প্রত্যয় বলে। শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ। যেমন: ছেলেটি বড় লাজুক (লাজ + উক)। এখানে 'লাজুক' হলো তদ্ধিতান্ত শব্দ: 'লাজ' শব্দের পরে 'উক' প্রত্যয় যোগ করা হয়েছে।

✓ প্রাতিপদিককে বলা হয় নাম প্রকৃতি।

✓ তদ্ধিত প্রত্যয় যোগে যেসব শব্দ গঠিত হয় সেগুলোকে তদ্ধিতান্ত শব্দ বলে।

বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় তিন প্রকার। যথা:

  • বাংলা তদ্ধিত প্রত্যয়
  • বিদেশী তদ্ধিত প্রত্যয়
  • তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।
Reference: অগ্রদূত বাংলা