ধাতুর সাথে যখন কোনো ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়, তখন ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি। আর ক্রিয়া প্রকৃতির সাথে যে ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ প্রত্যয়। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎ প্রত্যয় বলে। এর অন্য নাম ধাতু প্রত্যয়। কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ।
যেমন: চল (ক্রিয়া প্রকৃতি) + অন (কৃৎ প্রত্যয়) = চলন (কৃদন্ত শব্দ)।
বাংলা ভাষায় দুই ধরনের কৃৎ প্রত্যয় আছে। যথা: