প্রত্যয় জানতে হলে ৬টি বিষয়ের জ্ঞান থাকতে হয়। যথা:
ইৎ: সংস্কৃত প্রত্যয় যোগ করার সময় প্রত্যয়ের সবটুকু অংশ প্রকৃতির শেষে যোগ হয় না; কিছু অংশ যোগ হয় এবং কিছু অংশ বাদ যায়। প্রত্যয়ের এই অংশকে বাদ হওয়াকে ইৎ বলা হয়। যেমন: সংসার+ষ্ণিক = সাংসারিক। (এখানে ষ্ণিক প্রত্যয়ের 'ষ', 'ণ' ইৎ হয়েছে)
প্রকৃতি: [পূর্বে আলোচিত]
উপধা: যে কোনো শব্দ বা ধাতুর শেষ বর্ণের পূর্ববর্তী বর্ণকে উপধা বলা হয়। যেমন: কবিতা= ক+অ+ব+ই+ত+আ। এখানে 'ত' হচ্ছে উপধা।
পরিবর্তন: কিছু (সকল নয়) প্রকৃতির শেষে প্রত্যয় যোগ করলে উক্ত প্রকৃতির শেষে বর্ণের স্থলে অন্য বর্ণের আগমনকে পরিবর্তন বলা হয়। যেমন: মন+ক্ত = মত। এখানে 'মন' প্রকৃতির শেষ বর্ণের পরিবর্তন হয়েছে।
গুণ: প্রকৃতির শেষে প্রত্যয় যোগ হলে উক্ত প্রকৃতির আদিস্বরের যে কিছু পরিবর্তন ঘটে তাকে গুণ বলে।
নিম্নরূপ পরিবর্তনকে গুণ বলা হয়:
বৃদ্ধি: প্রকৃতির শেষে প্রত্যয় যোগ হলে উক্ত প্রকৃতির আদিস্বরের যে কিছু পরিবর্তন ঘটে তাকে বৃদ্ধি বলা হয়।
নিম্নরূপ পরিবর্তনকে বৃদ্ধি বলা হয়: