বহুব্রীহি প্রকার | গঠন | উদাহরণ |
সমানাধিকরণ বহুব্রীহি | পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য | হত (হয়েছে) শ্রী যার = হতশ্রী |
ব্যধিকরণ বহুব্রীহি | বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদের মিলন | আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ |
ব্যতিহার বহুব্রীহি | একই পদের দ্বিরুক্তি | হাতে হাতে যে লড়াই = হাতাহাতি |
নঞ বহুব্রীহি | না-বোধক অব্যয়ের সাথে বিশেষ্য | নেই বোধ যার = নির্বোধ |
মধ্যপদলোপী বহুব্রীহি | মধ্যপদ লোপ পায় | চন্দ্রের মত সুন্দর মুখ যার = চন্দ্রমুখী |
অন্ত্যপদলোপী বহুব্রীহি | শেষপদ লোপ পায় | দশ বছর বয়স যার = দশবন্ধুরে |
সংখ্যাবাচক বহুব্রীহি | পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য | তে (তিন) পায়া যার = তেপায়া |
অলুক বহুব্রীহি | পূর্বপদে বিভক্তি লোপ পায় না | মাথায় পাগড়ি যার = মাথায় পাগড়ি |
সহার্থক বহুব্রীহি | সহার্থক পদের সাথে বিশেষ্য | স্ত্রীর সাথে বর্তমান = সস্ত্রীক |