কিছু গুরুত্বপূর্ণ বহুব্রীহি সমাস

নিপাতনে সিদ্ধ (কোনো নিয়মের অধীন নয়) বহুব্রীহি:

  • দু দিকে অপ = যার দ্বীপ
  • অন্তর্গত অপ যার = অন্তরীপ
  • নরাকারের পশু যে = নরপশু
  • পণ্ডিত হয়েও যে মূর্খ = পণ্ডিতমূর্খ
  • জীবিত থেকেও যে মৃত = জীবন্ধুত

অন্ত্যপদলোপী বহুব্রীহি সমাস: ব্যাসবাক্যের শেষপদ লোপ পেয়ে যে বহুব্রীহি সমাস হয়, তাকে অন্ত্যপদলোপী বহুব্রীহি  সমাস বলে। যেমন: 

  • দশ বছর বয়স যার = দশবন্ধুরে, 
  • বিশমণ পরিমাণ যার = বিশমণি।

সহার্থক বহুব্রীহি সমাস: সহার্থক (সহ অর্থজ্ঞাপক) পদের  সঙ্গে বিশেষ্য পদের বহুব্রীহি সমাস হলে, তাকে সহার্থক বহুব্রীহি সমাস বলে। যেমন: 

  • বিনয়ের সঙ্গে বার্তয়ান সবিনয়।।
Reference: অগ্রদূত বাংলা