সংখ্যাবাচক বহুব্রীহি সমাস

পূর্বপদে সংখ্যাবাচক এবং পরপদে বিশেষ্য হলে এবং সমস্তপদটি বিশেষণ বোঝালে, তাকে বলে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এ সমাসে সমস্তপদে 'আ', 'ই', বা 'ঈ' যুক্ত হয়। যেমন:

  • দশ আনন যার = দশানন
  • দশ গজ পরিমাণ যার = দশগজি
  • চৌ (চার) চাল যে ঘরের = চৌচালা
  • সে (তিন) তার (যে যন্ত্রের) = সেতার (বিশেষ্য)
  • চার ভুজ যে ক্ষেত্রের = চতুর্ভুজ
Reference: অগ্রদূত বাংলা