নঞ্ অর্থাৎ না-বাচক অব্যয় পূর্বপদে বসে যে সমাস হয়, তাকেই বলে নঞ বহুব্রীহি সমাস। যেমন:
- ন (নাই) জ্ঞান যার = অজ্ঞান।
- বে (নাই) হেড যার = বেহেড
- না (নাই) চারা (উপায়) যার = নাচার
- না (নয়) জানা যা = নাজানা / অজানা
- বে (নেই) হায়া যার = বেহায়া
- নি (নাই) ভুল যার = নির্ভুল,
- নেই ঝঞ্ঝাট যার = নির্বিঘ্ন/নির্ঝঞ্ঝাট
- নয় হক যা = নাহক,
- নেই উপায় যার = নিরুপায়
- অ (নেই) বুঝ যার = অবুঝ,
- নয় কাজের যা = অকেজো
- নেই পরোয়া যার = বেপরোয়া,
- নেই হুঁশ যার = বেহুঁশ
- নেই অন্ত যার = অনন্ত,
- নেই তার যার = বেতার