গুরুত্বপূর্ণ উপপদ তৎপুরুষ সমাস

  • সব হারিয়েছে যে = সর্বহারা 
  • টনক নড়ে যাতে = টনকনড়া
  • পুথি পড়ে যে = পুথিপোড়া 
  • মনে মরেছে যে = মনমরা
  • কুদ্ধ করে যে = বুদ্ধকার 
  • প্রভা করে যে = প্রভাকর
  • সর্বনাশ করে যে = সর্বনাশা 
  • বুক ভাঙ্গে যে = বুকভাঙ্গা
  • বাজি করে যে = বাজিকর 
  • হালুই করে যে = হালুইকর
  • জাদু করে যে = জাদুকর 
  • স্বর্ণ করে যে = স্বর্ণকার
  • ক্ষীণভাবে বাঁচে যে = ক্ষীণজীবী
  • মন হরণ করে যে (নারী) = মনোহারিণী
  • অর্থ করা যায় যার দ্বারা = অর্থকরী
  • একাত্রে (এক অস্ত্রে) বর্তে যে = একান্নবর্তী
Reference: অগ্রদূত বাংলা