অলুক তৎপুরুষ সমাস

যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তাই অলুক তৎপুরুষ সমাস। যেমন:

  • কলুর বলদ = কলুর বলদ।
  • তেলে ভাজা = তেলেভাজা 
  • ঘিয়ে ভাজা = ঘিয়েভাজা
  • কলে ছাঁটা = কলেছাঁটা 
  • কলের গান = কলের গান
  • গরুর গাড়ি = গরুর গাড়ি
Reference: অগ্রদূত বাংলা