উপপদ তৎপুরুষ সমাস

যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ-প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাই উপপদ তৎপুরুষ সমাস। যেমন: 

  • পথে জন্মে যা = পঙ্কজ।
  •  জলে চরে যা জলজ  
  • পকেট মারে যে পকেটমার  
  • গৃহে থাকে যে = গৃহস্থ
  • সত্য কথা বলে যে সত্যবাদী  
  • গলা কাটে যে = গলাকাটা
  • বর্ণ চুরি করে যে বর্ণচোরা
  • অগ্রে গমন করে যে অগ্রগামী
  • হাড় ভাঙ্গে যাতে = হাড়ভাঙ্গা
  • প্রিয় কথা বলে যে নারী = প্রিয়ংবদা
Reference: অগ্রদূত বাংলা