চতুর্থী তৎপুরুষ সমাস

পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপ পেয়ে যে সমাস হয় তাই চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন- 

  • বিয়ের জন্য পাগল = বিয়েপাগল।
  • গুরুরকে ভক্তি = গুরুভক্তি 
  • হজ্জের নিমিত্ত যাত্রা = হজযাত্রা
  • তপের নিমিত্ত বন = তপোবন 
  • ছাত্রের জন্য আবাস = ছাত্রাবাস
  • শিশুর জন্য মঙ্গল = শিশুমঙ্গল 
  • মালের জন্য গুদাম = মালগুদাম
  • আরামের জন্য কেদারা = আরামকেদারা।
Reference: অগ্রদূত বাংলা