যখন পূর্বপদে তৃতীয়া বিভক্তি (যেমন: দ্বারা, দিয়া, কর্তৃক) লোপ পায়, তখন তৃতীয়া তৎপুরুষ সমাস হয়। যেমন:
- মন দ্বারা গড়া = মনগড়া
- শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ
- মধু দিয়ে মাখা = মধুমাখা
- বাক্ দ্বারা বিতণ্ডা = বাকবিতণ্ডা
- ধনে আঢ্য = ধনাঢ্য
যদি ঊন, হীন, শূন্য ইত্যাদি শব্দ উত্তরপদে থাকে, তবুও তৃতীয়া তৎপুরুষ সমাস হয়। যেমন:
- এক দ্বারা ঊন = একোন
- বিদ্যা দ্বারা হীন = বিদ্যাহীন
- জ্ঞান দ্বারা শূন্য = জ্ঞানশূন্য
- পাঁচ দ্বারা কম = পাঁচ কম
উপকরণবাচক বিশেষ্য পদ প্রথমে থাকলেও তৃতীয়া তৎপুরুষ সমাস হয়। যেমন:
- স্বর্ণ দ্বারা মণ্ডিত = স্বর্ণমণ্ডিত
- হীরক দ্বারা খচিত = হীরকখচিত