চাঁদমুখ | চাঁদ রূপ মুখ | রূপক কর্মধারয় (ড. মুহম্মদ শহীদুল্লাহ প্রণীত- বাঙ্গালা ব্যাকরণ) |
চাঁদের মতো মুখ | উপমিত কর্মধারয় (ড. এনামুল হক প্রণীত- ব্যাকরণ মঞ্জরী) | |
উপমিত কর্মধারয় (ড. হায়াত মামুদ প্রণীত- ভাষা শিক্ষা) | ||
চন্দ্রমুখ | চন্দ্র রূপ মুখ | রূপক কর্মধারয় সমাস |
চন্দ্রের ন্যায় মুখ | উপমিত কর্মধারয় (ড. হায়াত মামুদ প্রণীত- ভাষা শিক্ষা) | |
চন্দ্রের ন্যায় মুখ যাহার | বহুব্রীহি সমাস (ড. মুহম্মদ শহীদুল্লাহ প্রণীত- বাঙ্গালা ব্যাকরণ) | |
মুখচন্দ্র | মুখ চন্দ্রের ন্যায় | উপমিত কর্মধারয় (ড. হায়াত মামুদ প্রণীত- ভাষা শিক্ষা) |
মুখ চন্দ্র তুল্য | উপমিত কর্মধারয় (ড. এনামুল হক প্রণীত- ব্যাকরণ মঞ্জরী) |