দ্বন্দ্ব সমাস

প্র. দ্বন্দ্ব সমাস কাকে বলে?

উ. দ্বন্দ্ব বলতে জোড়া বোঝায়। যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। এ সমাসে উভয় পদই বিশেষ্য এবং উভয় পদের অর্থের প্রাধান্য বজায় থাকে। এতে শুধু এবং, ও, আর সংযোজক অব্যয় পদ ব্যবহার করা হয়। 

যেমন: সোনা ও রুপা = সোনা-রুপা, মাতা ও পিতা = মাতাপিতা, ঝড় ও বৃষ্টি = ঝড়বৃষ্টি, পোটলা ও পুটলি = পোটলা-পুটলি, তুমি ও আমি = তুমি-আমি। সোনা-রুপার দাম বেড়ে গেছে। প্রদত্ত উদাহরণটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে, পূর্বপদ ও পরপদের অর্থের প্রাধান্য বিদ্যমান। কারণ, সোনার দাম বেড়ে গেছে, রুপার দামও বেড়ে গেছে।

পূর্বপদ + সংযোজক অব্যয় + পরপদ = সমস্তপদ

মাতা + ও + পিতা = মাতাপিতা

সংযোজক অব্যয় লুপ্ত

  • আলো ও ছায়া = আলো-ছায়া 
  • ছেলে ও মেয়ে = ছেলেমেয়ে 
  • তাল ও তমাল = তাল-তমাল 
  • জমা ও খরচ = জমাখরচ
Reference: অগ্রদূত বাংলা