সমাস

সমাস শব্দটির অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসাথে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। পরস্পর অর্থসঙ্গতি সম্পন্ন দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস। সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে এসেছে। যেমন: 

  • বই ও পুস্তক = বই-পুস্তক,
  • দেশের সেবা = দেশ-সেবা

সমাসের বৈশিষ্ট্যসমূহ কী কী?

  • সমাস ভাষাকে বা বাক্যকে সংক্ষেপ করে। 
  • সমাস দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে। 
  • সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত। 
  • সমাসে খাঁটি বাংলা সমাসের দৃষ্টান্তও পাওয়া যায়। এতে সংস্কৃত নিয়ম খাটে না। 
  • সাধারণত সমাসে বিশেষ্য পদে কারক-বিভক্তি থাকে।
Reference: অগ্রদূত বাংলা