পূরণবাচক সংখ্যাশব্দ

পুরণবাচক সংখ্যাশব্দ দিয়ে কোনো সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণকে বোঝায়। যেমন: 'এক' সংখ্যার ক্রমিক অবস্থান প্রথম, প্রথমা, পহেলা ইত্যাদি। এগুলোকে পুরণবাচক সংখ্যাশব্দ বলে। 

পুরণবাচক সংখ্যাশব্দ তিন প্রকার। যথা:

  • সাধারণ পুরণবাচক
  • তারিখ পুরণবাচক
  • ভগ্নাংশ পুরণবাচক
Reference: অগ্রদূত বাংলা