বিশেষ্য পদের বিশেষণ রুপ

 আধিক্য বোঝাতে

  • রাশি রাশি ধন, ধামা ধামা ধান।

সামান্য বোঝাতে:

  • আমি আজ জ্বর জ্বর বোধ করছি।
  • দেখেছ তার কবি কবি ভাব।

ধারাবাহিকতা বোঝাতে:

  • তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ।
  • তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলছ।

আগ্রহ বোঝাতে:

  • ও দাদা দাদা বলে কাঁদছে।

অনুরূপ কিছু বোঝাতে:

  • তার সঙ্গী সাথী কেউ নেই।
Reference: অগ্রদূত বাংলা