পদের দ্বিরুক্তি

  • দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয়, শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত থাকে। যেমন: ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে। দেশে দেশে ধন্য ধন্য করতে লাগল। মনে মনে আমিও এ কথাই ভেবেছি।    
  • দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে, কিন্তু পদ ও বিভক্তি অবিকৃত থাকে। যেমন: চোর হাতে-নাতে ধরা পড়েছে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে

 

Reference: অগ্রদূত বাংলা