পুরুষের বিভিন্ন প্রকৃতি

পুরুষের বিভিন্ন প্রকৃতি:

  • পুরুষভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয়, কিন্তু বচনভেদে ক্রিয়ার রূপে কোনো পার্থক্য হয় না।
  • সাধারণ, সম্ভ্রমাত্মক ও তুচ্ছার্থক ভেদে মধ্যম ও নাম পুরুষের ক্রিয়ার রূপের পার্থক্য হয়ে থাকে কিন্তু উত্তম পুরুষে হয় না।
  • সাধারণ ভবিষ্যৎ কালে নাম পুরুষ ও মধ্যম পুরুষের ক্রিয়ার রূপ অভিন্ন।
  • করেছে, করেছো, করেছেন- বাংলা ক্রিয়ার এ তিনটি রূপ মর্যাদা ভেদের কারণে ব্যবহৃত হয়।

 

পুরুষএকবচনবহুবচন
উত্তম পুরুষআমি (মুই)আমরা (মোরা)
মধ্যম পুরুষতুমি, তুই, আপনিতোমরা, তোরা
নাম পুরুষসে, তিনি, ইনি, উনিতারা, ওরা, এরা
Reference: অগ্রদূত বাংলা