MakeMCQ
Blog
Teacher
MakeMCQ
Home
Teacher
পুরুষের বিভিন্ন প্রকৃতি
পুরুষের বিভিন্ন প্রকৃতি:
পুরুষভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয়, কিন্তু বচনভেদে ক্রিয়ার রূপে কোনো পার্থক্য হয় না।
সাধারণ, সম্ভ্রমাত্মক ও তুচ্ছার্থক ভেদে মধ্যম ও নাম পুরুষের ক্রিয়ার রূপের পার্থক্য হয়ে থাকে কিন্তু উত্তম পুরুষে হয় না।
সাধারণ ভবিষ্যৎ কালে নাম পুরুষ ও মধ্যম পুরুষের ক্রিয়ার রূপ অভিন্ন।
করেছে, করেছো, করেছেন
- বাংলা ক্রিয়ার এ তিনটি রূপ মর্যাদা ভেদের কারণে ব্যবহৃত হয়।
পুরুষ
একবচন
বহুবচন
উত্তম পুরুষ
আমি (মুই)
আমরা (মোরা)
মধ্যম পুরুষ
তুমি, তুই, আপনি
তোমরা, তোরা
নাম পুরুষ
সে, তিনি, ইনি, উনি
তারা, ওরা, এরা
Reference: অগ্রদূত বাংলা