বিবিধ

 

অশুদ্ধ (Incorrect)শুদ্ধ (Correct)
আমি সন্তোষ হলাম।আমি সন্তুষ্ট হলাম।
হাসান হলো আমার ভ্রাতুষ্পুত্র।হাসান আমার ভ্রাতুষ্পুত্র।
দুর্বলবশতঃ অনাথিনী বসে পড়ল।দুর্বলতাবশত অনাথা বসে পড়ল।
নৌকার স্রোতে ভাসিয়া চলিয়াছিল।নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল।
আপনি স্বপরিবারে আমন্ত্রিত।আপনি সপরিবারে আমন্ত্রিত।
তার সাংস্কৃতিক নাই।তার সংস্কৃতি নাই।
আমি কায়োমনো বাক্যে প্রার্থনা করি।আমি কায়মনো বাক্যে প্রার্থনা করি।
সায়াহ্নে সবাই বাড়ি ফিরছে।সন্ধ্যায় সবাই বাড়ি ফিরছে।
অন্নভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।অন্নাভাবে প্রতিঘরে হাহাকার।
সাবধানপূর্বক চলবে।সাবধানে চলবে।
জ্ঞানী মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেয়।
বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন।বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন।
এমন অসহ্যনীয় ব্যথা আমি আর কখনও অনুভব করি নাই।এমন অসহ্য ব্যথা আমি আর কখনও অনুভব করি নাই।
বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
বুনো কচু, বাঘা তেঁতুল।বুনো ওল, বাঘা তেঁতুল।
রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য।রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য।
অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
লোকটি নিরপরাধী কিন্তু নিরহঙ্কারী নয়।লোকটি নিরপরাধ কিন্তু নিরহঙ্কার নয়।
কুলটা নারীকে বর্জন কর।কুলটাকে বর্জন কর।
মনোরম উদ্যানে ভ্রমণ দূরাকাঙ্খা।মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা।
দুষ্কৃতিদের ছুটি দেওয়া উচিত নয়।দুষ্কৃতিকারীদের ছুটি দেওয়া উচিত নয়।
দৈনতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম।আকণ্ঠ ভোজ করলাম। (or কণ্ঠ পর্যন্ত ভোজন করলাম)
দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা।দরিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা। (or দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা)
ওরা তাকে জিম্মিরূপে রেখে এখন তার ছেলের কাছে টাকা দাবি করেছে।ওরা তাকে জিম্মি করে রেখে এখন তার ছেলের কাছে টাকা দাবি করেছে।
বিবিধ জিনিসপত্র কিনলাম।বিবিধ জিনিস কিনলাম।
দুর্বলবশতঃ অনাথিনী বসে পড়লদুর্বলতাবশত অনাথা বসে পড়ল
নৌকার স্রোতে ভাসিয়া চলিয়াছিলনৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল
আপনি সপরিবারে আমন্ত্রিতআপনি স্বপরিবারে আমন্ত্রিত
তার সংস্কৃতি নাইতার সাংস্কৃতিক নাই
আমি কায়মনো বাক্যে প্রার্থনা করিআমি কায়োমনো বাক্যে প্রার্থনা করি
বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছেবৃক্ষটি মূলসহ উৎপাটিত হয়েছে
কৃত্তিবাস বাঙলা রামায়ণ লিখেছেনকৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন
দীনতা প্রশংসনীয় নয়দৈন্যতা প্রশংসনীয় নয়
একটি গোপন কথা বলিএকটি গোপনীয় কথা বলি
গীতাঞ্জলী' পড়েছ কি?গীতাঞ্জলি' পড়েছ কি?
আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিতআবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
যুক্তি খণ্ডিত হয়েছে কিন্তু মুক্তি মেলেনিযুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
বিধি লঙ্ঘন হয়েছেবিধি লঙ্ঘিত হয়েছে
তাকে স্নেহাশিস দিওতাকে স্নেহাশীষ দিও
সূর্য উদয় হয়েছে?সূর্য উদিত হয়েছে?
তিনি আমার বইটি প্রকাশিত করেছেনতিনি আমার বইটি প্রকাশ করেছেন
সাহিত্যিক ও সংস্কৃতিক অনুষ্ঠানসাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দশচক্রে ঈশ্বর ভূতদশচক্রে ভগবান ভূত
সর্বদা পরিস্কার থাকিবেসর্বদা পরিষ্কার থাকিবে
তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়তোমার গোপনীয় কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়
পরবর্তী কালে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নিপরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি
অন্যায়ের ফল আবশ্যকঅন্যায়ের ফল অনিবার্য
আমি যেয়ে দেখি সব শেষআমি গিয়ে দেখি সব শেষ
সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিলসলজ্জ হাসি হেসে মেয়েটি উত্তর দিল
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠবিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয় (or বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর)
ওরা তাকে জিম্মিরূপে রেখে এখন তার ছেলের কাছে টাকা দাবি করেছেওরা তাকে জিম্মি করে রেখে এখন তার ছেলের কাছে টাকা দাবি করেছে
কণ্ঠ পর্যন্ত ভোজন করলামআকণ্ঠ ভোজন করলাম
দরিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যাদরিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা (or দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা)
বিবিধ জিনিসপত্র কিনলামবিবিধ জিনিস কিনলাম
Reference: অগ্রদূত বাংলা