অশুদ্ধ (Incorrect) | শুদ্ধ (Correct) |
ইক্ষুর চারা বপন করা হইল। | ইক্ষুর চারা রোপন করা হইল। |
গোময় জ্বালানি কাষ্ঠরূপে ব্যবহার হয়। | গোময় জ্বালানিরূপে ব্যবহার হয়। |
তাহার সাঙ্ঘাতিক আনন্দ হইল। | তাহার প্রচুর আনন্দ হইল। |
হস্তীটি অপরিসীম স্থুলাকায়। | হস্তীটি অত্যন্ত স্থুলাকায়। |
বঙ্কিমের প্রতিভা ছিল অতি ভয়ঙ্কর। | বঙ্কিমের প্রতিভা ছিল অতি অসাধারণ। |
গণিত খুব কঠিন। | গণিত খুব জটিল। |
এই সভার ছাত্রগণ কর্তব্য নিরাকরণ করিবে। | এই সভায় ছাত্রগণ কর্তব্য নির্ধারণ করিবে। |
অধ্যাপনই ছাত্রদের তপস্যা। | অধ্যয়নই ছাত্রদের তপস্যা। |
ছেলেটি ভয়ানক মেধাবী। | ছেলেটি অত্যন্ত মেধাবী। |
আমরা উন্নতির পথে কুঠারাঘাত করিতেছি। | আমরা উন্নতির মূলে কুঠারাঘাত করিতেছি। |