সম্প্রকর্ষ বা ধ্বনিলোপ বা স্বরলোপ: দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অস্তা বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ। স্বরলোপ বস্তুত স্বরাগমের বিপরীত প্রক্রিয়া। যেমন- বসতি > বঙ্গতি, জানালা > জানলা, উদুম্বর > ডুমুর।
- আদি স্বরলোপ (Aphesis): ধ্বনিলোপের ক্ষেত্রে শব্দের প্রথমের স্বরধ্বনির লোপ হলে তাকে আদিস্বর লোপ বলে। যেমন- অলাবু > লাবু > লাউ, উদ্ধার > উধার > ধার, এডুগু > বেড়ি, কুড়াল > কুচুল
- মধ্যস্বর লোপ (Syncope): খবর > খবোর, সুবর্ণ > স্বর্ণ
- অন্ত্যস্বর লোপ (Apocope): ধ্বনিলোপের ক্ষেত্রে শব্দের শেষের স্বরধ্বনি উচ্চারণ থেকে বাদ গেলে তাকে অন্ত্যস্বর লোপ বলে। যেমন- আশা > আশ, আজি > আজ, চারি > চার (বাংলা), বন্যা > বান, লজ্জা > লাজ, সন্ধ্যা > সঞ্জকা > সাঁঝ