স্বরসঙ্গতি

স্বরসঙ্গতি (Vowel harmony)। একটি স্বরবানির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন- 

  • ইচ্ছা > ইচ্ছে (ই+চ্ছ+আ) > (ই+চ্ছ+এ)।

প্রধানত চার পদ্ধতিতে স্বরসঙ্গতি হয়ে থাকে। যথা-

  • প্রগত (Progressive)। আদিম্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়। যেমন- মুলা > মুলো।
  • পরাগত (Regressive): অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসঙ্গতি হয়। যেমন- আখো> আধুয়া > এখো।
  • মধ্যগত (Mutual): আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসঙ্গতি হয়। যেমন- বিলাতি > বিলিতি, ভিখারি > ভিখিরি, জিলাপি> জিলিপি
  • অন্যোন্য (Reciprocal): আদ্য ও অন্ত্য দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্যোন্য স্বরসঙ্গতি হয়। যেমন- মোজা > মুজো, ধোঁকা > ঝুঁকো, পোষ্য > পুষ্যি, হিসাবি > হিসেবি, উড়ানি > উত্তুনি
Reference: অগ্রদূত বাংলা