মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি (Anaptyxis): মাঝে মাঝে উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি এলে তাকে মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলে। যেমন-
গ্রাস > গেরাস (গ+র+আ+স) > (গ+এ+র+আ+স)]
'অ' স্বরধ্বনির আগম
- রত্ন > রতন
- স্বপ্ন > স্বপন
- হর্ষ > হরষ
- শক্তি > শকতি
- লগ্ন > লগন
- নির্জন > নিরজন
- ভক্তি > ভকতি
- প্রাণ > পরান
- বর্ষিল > বরষিল
- সূর্য > সুরুজ
- জন্ম > জনম
- দর্শন > দরশন
- গর্জন > গরজন
- মর্ম > মরম
- ধর্ম > ধরম
'ই' স্বরধ্বনির আগম
- প্রীতি > পিরীতি
- ক্লিপ> কিলিপ
- ফিল্ম > ফিলিম
- স্নান > সিনান
- বর্ষন > বরিষন
- ত্রিশ > তিরিশ
'উ' স্বরধ্বনির আগম
- মুক্তা > মুকুতা
- তুর্ক > তুরুক
- কূপ > কুপ
- দুর্জন > দুরুজন
- শুক্রবার > শুকুরবার